Tuesday, January 21, 2025
বাড়িখেলাগোল করে উদযাপনে পেলেকে স্মরণ রদ্রিগোর

গোল করে উদযাপনে পেলেকে স্মরণ রদ্রিগোর

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪জানুয়ারি: কোপা দেল রের ম্যাচে মঙ্গলবার স্পেনের চতুর্থ সারির লিগের দল সিপি কাসেরেনিয়োকে কোনোরকমে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন রদ্রিগো।তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পরে উদযাপন করেন লাফিয়ে উঠে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়ে, ঠিক পেলের চিরচেনা ‘আইকনিক’ উদযাপনের মতোই।ক্যারিয়ারে শেষ পর্যায়ে অবসর ভেঙে নিউইয়র্ক কসমসে খেলা দুই বছর বাদ দিলে পেলের গোটা ক্লাব ক্যারিয়ার সান্তোসময়। দেড় যুগ তিনি খেলেছেন এই ক্লাবের হয়ে। রদ্রিগো সেই ক্লাবে যোগ দেন ১০ বছর বয়সে। ক্লাবের একাডেমি ও যুব পর্যায়ের ধাপ পেরিয়ে ১৬ বছর বয়সে প্রথম পেশাদার চুক্তি করে তাদের সঙ্গেই। সান্তোসে দুই বছর খেলার পর তাকে স্পেনে নিয়ে আসে রিয়াল।

রিয়াল অবশ্য এ দিন সেরা একাদশ মাঠে নামায়নি। লা লিগায় আগের ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ২-০ গোলে হারানোর একাদশ থেকে এই ম্যাচে পরিবর্তন ছিল ৯টি। দর্শকে ঠাসা স্টেডিয়ামে প্রথমার্ধে খেলা হয় একদমই ম্যাড়ম্যাড়ে। পরে ৬৯তম মিনিটে গোল করেন রদ্রিগো।শেষ দিকে রিয়ালকে অবশ্য বেশ চেপে ধরে কাসেরেনিয়ো। তবে রক্ষণাত্মক খেলে কোনো বিপদ ঘটতে দেয়নি রিয়াল।এই টুর্নামেন্টে ২০১৪ সালের পর আর শিরোপা জিততে পারেনি স্পেনের সফলতম ক্লাবটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য