Friday, October 18, 2024
বাড়িখেলামনিপুরকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত ত্রিপুরার

মনিপুরকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি ।। জয়ের ধারা অব্যহত ত্রিপুরার। প্রতিপক্ষ মনিপুরকে ৮৬ রানের ব্যবধানে হারিয়ে পুরো ৪ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে ত্রিপুরা। বিজয় হাজারে ট্রফি ম্যাচে জয়পুরের সৌল ফিল ক্রিকেট স্টেডিয়ামে। ত্রিপুরার মতো নাগাল্যান্ডও বুধবারে জয়ের ধারা অব্যাহত রেখেছে, তবে রানরেটের নিরিখে আট দলের এই প্লেট গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ত্রিপুরা। নেট রানরেট +২.৯৬০।

পরবর্তী ম্যাচগুলোতে এ ধরনের পারফরম্যান্স ধরে রাখতে পারলে হয়তো এলিটে পৌঁছার সুযোগ মিলবে।সকালে টস জিতে মনিপুর প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ওপেনার বিশাল ঘোষের অপরাজিত অনবদ্য শতরান এবং কে বি পবনের দুর্দান্ত ৮০ রানের দৌলতে ত্রিপুরা ২ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। বিশাল ১৩৯ বল খেলে ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৯ রানে অপরাজিত থাকে। সাথে পবন ৬৬ বল খেলে ৪টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০ রানে অপরাজিত রয়ে যায়। এছাড়া, সমিত গোহিল ৪৬ রান সংগ্রহ করে। মনিপুরের হোমেন্দ্র এবং থমাস একটি করে উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে মনিপুর ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করতেই সীমিত ৫০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ল্যাংলঙইয়াম্বার অপরাজিত ৭৮, জয়ন্ত-র ২৫ এবং জনসনের অপরাজিত ২৯ রান উল্লেখযোগ্য। ত্রিপুরার মণিশংকর মুরাসিং, রাহিল শাহ, অমিত আলী ও রানা দত্ত প্রত্যেকে একটি করে উইকেট তুলে নিয়েছে। পরবর্তী ম্যাচে শনিবার ত্রিপুরার প্রতিপক্ষ সিকিম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য