স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ ডিসেম্বর: কাতার বিশ্বকাপের পর ব্রাজিল অধ্যায়ের ইতি টানার কথা গত ফেব্রুয়ারিতেই জানিয়ে দিয়েছিলেন তিতে। গত শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হেরে বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেয় লাতিন আমেরিকার দলটি। এরপরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ৬১ বছর বয়সী তিতে। গত রোববার নিজের ইউটিউব চ্যানেলে ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার ও রিভালদোর সাবেক সতীর্থ রোনালদো জানান, পেপ গুয়ার্দিওলার সঙ্গে নাকি যোগাযোগ করেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এমন খবর অবশ্য গণমাধ্যমে গত এপ্রিলেই এসেছিল। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তিতে গুয়ার্দিওলাকে বাৎসরিক ১ কোটি ২০ লাখ ইউরো বেতন দিতেও নাকি রাজি ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সে সময় পুরো বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দেন গুয়ার্দিওলা। পরে ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ান তিনি। তাই তাকে চাইলেও এখন পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ ব্রাজিলের। ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদো মনে করেন, এখন ‘ব্রাজিলিয়ান গুয়ার্দিওলা’ নামে পরিচিত ফের্নান্দো দিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত সিবিএফের। ফ্লুমিনেন্সের প্রধান কোচ ৪৮ বছর বয়সী দিনিসের বল দখলে রেখে খেলানোর কৌশলের জন্য বেশ নামডাক আছে। দিনিসকে নেওয়ার কথা সরাসরি না বললেও রোনালদোর সুরে তাল মিলিয়েছেন রিভালদো। মঙ্গলবার টুইটে তিনি লিখেন, শরীরে ব্রাজিলের রক্ত বইছে কেবল এমন কোচকেই দায়িত্ব দেওয়ার জন্য ভাবা উচিত সিবিএফের। “বিদেশি কোচ আনলেই যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব, এটার নিশ্চয়তা নেই। বিশেষ করে, আমি বিশ্বাস করি যে বিদেশি কোচ তার দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে এবং তার জাতিকে খুশি করতে চান।” “বিদেশিরাও নিঃসন্দেহে খুব ভাল কোচ। কিন্তু সেলেসাও আমাদের, জাতির। দলটিকে এমন একজনের পরিচালনা করতে হবে যার শিরায় ব্রাজিলের রক্ত বইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়, আমাদের তাদের সাহায্য করতে হবে, তাদের উত্সাহিত করতে হবে এবং তাদের আত্মবিশ্বাস দিতে হবে…।”