Friday, April 19, 2024
বাড়িখেলাদলের হার না মানা মানসিকতায় গর্বিত ফন খাল

দলের হার না মানা মানসিকতায় গর্বিত ফন খাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১০ ডিসেম্বর: দুই গোলে এগিয়ে থেকে নির্ধারিত সময়েই জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। ব্যবধান কমানোর পর যোগ করা সময়ের শেষ মিনিটে সমতা টানে তারা। পরে অবশ্য টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। তবে দলের হার না মানা মানসিকতায় খুব খুশি লুই ফন খাল। শিষ্যদের পারফরম্যান্সে গর্বিত ডাচ কোচ।লুসাইল স্টেডিয়ামে গত শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে যায় ফন খালের দল।প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে বড় লিড এনে দেন লিওনেল মেসি। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে নেদারল্যান্ডসকে বিশেষ কিছু করতে হতো।সেটাই করে দেখায় তারা। বদলি নামা ভঠ ভেহর্স্ট দারুণ গোলে নেদারল্যান্ডসের আশার পালে হাওয়া দেন।

 এরপর যোগ করা সময়ের দশম মিনিটে দ্বিতীয় গোল করে দলকে লড়াইয়ে ধরে রাখেন তিনিই।কিন্তু পেনাল্টি শুটআউটে আর শেষরক্ষা হয়নি নেদারল্যান্ডসের। দুর্দান্ত লড়াইয়ের পর এভাবে বিদায় নিয়ে হতাশ ফন খাল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দল শেষ চারে যাওয়ার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল।“আমি খেলোয়াড়দের তাদের ক্লাবে পেনাল্টি অনুশীলন করতে বলেছিলাম এবং তারা তা করেছিল। ০-২ থেকে ২-২-এ ফিরে আসা দারুণ কৃতিত্ব, কিন্তু তারপর পেনাল্টিতে হেরে যাওয়াটা হতাশার।”“আমি নিজেকে দোষ দিতে পারি না। আমি মনে করি আমরা সবকিছুর জন্য প্রস্তুত ছিলাম। আমার খেলোয়াড়রা শেষ পর্যন্ত লড়াই করেছে… তারা নিজেদের উজাড় করে দিয়েছে এবং আমি সত্যিই গর্বিত, আমরা ২০ ম্যাচে হারিনি।”গত বছরের সেপ্টেম্বরে তৃতীয় মেয়াদে ডাচ দলের কোচ হিসেবে দায়িত্ব নেন ফন খাল। বিশ্বকাপের আগে তিনি জানিয়ে দিয়েছিলেন, কাতার আসরের পরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। আর্জেন্টিনা ম্যাচটি তাই নেদারল্যান্ডসের ডাগআউটে ৭১ বছর বয়সী ফন খালের শেষ ম্যাচ হয়ে রইল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য