Thursday, November 21, 2024
বাড়িখেলাভারতের ১৬তম ব্যাটার হিসেবে জীবনের প্রথম টেস্টে শতরান শ্রেয়সের

ভারতের ১৬তম ব্যাটার হিসেবে জীবনের প্রথম টেস্টে শতরান শ্রেয়সের

কানপুর, ২৬ নভেম্বর (হি.স) : টেস্ট ক্রিকেটে অভিষেকেই শতরান করলেন শ্রেয়স আয়ার। বিশ্বের ১১০তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভারতের ১৬তম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন শ্রেয়স।

ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আছে শিখর ধবন, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিংহ, বীরেন্দ্র সহবাগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিংহের।

ভারতের হয়ে প্রথম এই নজির গড়েন লালা অমরনাথ। ১৯৩৩ সালে মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন তিনি। অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রানের রেকর্ড ধবনের দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ১৮৭ রান করেন তিনি। শ্রেয়সের আগে ভারতের হয়ে শেষ বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন পৃথ্বী। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন তিনি। অর্থাৎ তিন বছর পরে ভারতীয় ক্রিকেটে ফের অভিষেক টেস্টে শতরানের নজির স্থাপিত হল শ্রেয়সের হাত ধরে।

রানের হিসেবে ভারতীয়দের মধ্যে ধবনের পরে রয়েছেন রোহিত (১৭৭), বিশ্বনাথ (১৩৭), পৃথ্বী (১৩৪), সৌরভ (১৩১), সুরিন্দর অমরনাথ (১২৪), রায়না (১২০), লালা অমরনাথ (১১৮), বেগ (১১২), আজহার (১১০), শোধন (১১০), হনুমন্ত (১০৫), সহবাগ (১০৫), আমরে (১০৩), কৃপাল (১০০)।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য