Tuesday, February 11, 2025
বাড়িখেলাশাভির চোখে সবার চেয়ে এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা

শাভির চোখে সবার চেয়ে এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ নভেম্বর: লিওনেল স্কালোনির কোচিংয়ে বদলে যাওয়া আর্জেন্টিনা কয়েক বছর ধরে আছে অবিশ্বাস্য ছন্দে। ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে গত বছর জিতেছে কোপা আমেরিকা। বৈশ্বিক আসরে দলটি খেলতে যাবে ৩৫ ম্যাচে অপরাজিত থেকে।আরও একবার লিওনেল মেসির কাঁধে ভর করে বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে দলটি। চলতি মৌসুমে পিএসজির হয়ে তিনি আছেনও দুর্দান্ত ছন্দে। গত সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে দুই ম্যাচেই দুটি করে গোল করেন মেসি; হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিই ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা।কেবল মেসি নয়, সব বিভাগেই বেশ শক্তিশালী দলটি। সব মিলিয়ে কাতারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে বাজি ধরার লোকের সংখ্যা কম নয়।আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও এবার খেলতে যাচ্ছে দারুণ একটি দল নিয়ে। অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশ্রণে তিতের দলের সাম্প্রতিক পারফরম্যান্সও চমৎকার।লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিলের আক্রমণে প্রাণভোমরা নেইমার তো আছেনই, তার সঙ্গে একঝাঁক তরুণ ও প্রতিভাবান ফরোয়াডও আছে।সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে বিশ্বকাপের এবারের আসরে তাই দারুণ সম্ভাবনা দেখছেন শাভি।লা লিগায় শনিবার আলমেরিয়ার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের ফেভারিট প্রসঙ্গে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ইউরোপের দলগুলোর চেয়ে এগিয়ে থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

“আর্জেন্টিনা ও ব্রাজিল সবার চেয়ে এক ধাপ এগিয়ে। আমার চোখে তারা দলগত ভাবে খুব শক্তিশালী, ব্যক্তিগত নৈপুন্যনির্ভর খেলোয়াড়ও আছে। এছাড়া ট্যাকটিকস ও কৌশলগতভাবেও তারা দুর্দান্ত দুটি দল।”“আমি মনে করি, এই মুহূর্তে তারা ইউরোপের সেরা কয়েকটি দলের থেকে এক ধাপ এগিয়ে আছে। কিন্তু বিশ্বকাপে কী হবে, তা বলা যায় না। সবকিছুই জটিল হয়ে উঠতে পারে।”লাতিনের দুই দেশ ছাড়া শাভি ফেভারিটের তালিকায় রাখছেন নিজের দেশ স্পেনকেও। “শিরোপা জয়ের প্রশ্নে ইউরোপের দলগুলোও খুব গুরুত্বপূর্ণ: স্পেন, ফ্রান্স, এমনকি ইংল্যান্ডের জাতীয় দলও খুব শক্তিশালী। কিন্তু আমি মনে করি ব্রাজিল ও আর্জেন্টিনা এক ধাপ বেশি শক্তিশালী।”আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল সবশেষ ১৯৮৬ সালে। আর রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ বিশ্বকাপ।বিশ্বকাপের শেষের চার আসরের সবকটি শিরোপাই জিতেছে ইউরোপের দেশগুলো (ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্স)।কাতার বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর।সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।ব্রাজিল আছে জি’ গ্রুপে। এই গ্রুপের অন্য তিন দল সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।তিতের দলের প্রথম ম্যাচ সার্বিয়ার বিপক্ষে, আগামী ২৪ নভেম্বর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য