Saturday, April 20, 2024
বাড়িখেলাবিশ্বকাপের জন্য সব দিক থেকে ‘প্রস্তুত’ ভারত

বিশ্বকাপের জন্য সব দিক থেকে ‘প্রস্তুত’ ভারত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২২ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত আসরে সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে শেষ হয়ে যায় ভারতের পথচলা। এরপর থেকে নিজেদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করে দলটি। অস্ট্রেলিয়া আসরের জন্য প্রস্তুতিতে রাখতে চায়নি কোনো ধরনের ঘাটতি।গত বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। এই সময়ে বিশ্বের সব দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ। এখানেও তারা নিয়েছে ভিন্ন পন্থা, ম্যাচ ভেদে বিশ্রাম দিয়েছে ক্রিকেটারদের। এই ৩৫ ম্যাচে খেলিয়েছে ২৯ জন ক্রিকেটার!সবশেষ আসরে যে ভুলগুলো করেছে দল, যেসব জায়গায় ভুগেছে; ওই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছে ভারত। রোহিতের বিশ্বাস, নিজেদের ঘাটতিগুলো অনেকটাই পূরণ করতে পেরেছেন তারা।পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার এবারের আসরে যাত্রা শুরু করবে ভারত। চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে রোহিত বললেন, নিজেদের চাওয়া পূরণ করতে আত্মবিশ্বাসী তারা।“এই মুহূর্তে ভালো অবস্থানে আছি, (গত বিশ্বকাপের পর) ৩৫টি ম্যাচ খেলেছি। জানি, দল হিসেবে আমাদের কী করণীয়। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং গ্রুপ হিসেবে কী করতে হবে।”“আমার মনে হয়, খুব ভালো প্রস্তুতি নিয়ে এই বিশ্বকাপে এসেছি। যেমনটা বলেছি, অনেক সমস্যার সমাধান করতে চেয়েছি, আমার মনে হয় আমরা সেটা পেরেছি। বিশ্বকাপে এসে আমরা আত্মবিশ্বাসী অনুভব করছি যে, দল হিসেবে যেটা অর্জন করতে চাই সেটা পারব।”আইপিএলের গত আসর শেষ হয় ১৫ অক্টোবর। দুই দিন পর ১৮ অক্টোবর শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। টানা খেলার মধ্যে থাকা ভারতীয় ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ক্লান্তি দৃশ্যমান ছিল বৈশ্বিক আসরে। প্রথম দুই ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি তারা।এবার সে পথে হাঁটেনি ভারত। কন্ডিশন, উইকেটের গতি-বাউন্সের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে দুই সপ্তাহের বেশি সময় আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে তারা। যার ফলে ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেননি দলটির বিশ্বকাপ স্কোয়াডের কেউ। রোহিত বললেন, সময় নিয়ে এবার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা।“হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেকদিন ধরেই কথা বলেছি। বড় সফরে গেলে ভালো প্রস্তুতি প্রয়োজন, বিশেষ করে ভারতের বাইরের সফরগুলোর জন্য। যেভাবে প্রস্তুতি নিতে চাই তার জন্য হাতে সময় থাকতে হবে, কারণ এটার জন্য সময় প্রয়োজন।”“আমরা জানি, প্রস্তুতি কতটা জরুরি। এই দলের অনেক ক্রিকেটারই অস্ট্রেলিয়ায় আগে খেলেনি। এখানে আগে আসতে চাওয়ার এটা একটি কারণ।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য