Saturday, February 8, 2025
বাড়িখেলাকোচ বলার পরও মাঠে নামেননি রোনালদো! 

কোচ বলার পরও মাঠে নামেননি রোনালদো! 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২২ অক্টোবর: বিতর্কিত ঘটনার সুত্রপাত ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার প্রিমিয়ার লিগ ম্যাচের ৮৯তম মিনিটে। ইউনাইটেড তখন ২-০ গোলে এগিয়ে। শুরুর একাদশে না থাকা রোনালদো নামার সুযোগ পাননি বদলি হিসেবেও। ক্ষুব্ধ হয়ে ওই সময়ে তাকে ডাগআউট ছেড়ে টানেলের দিকে যেতে দেখা যায়।পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এমন আচরণ নিয়ে ম্যাচের পরপরই বিরক্তি প্রকাশ করেন টেন হাগ। মৌসুমের শুরু থেকেই টেন হাগের দলে জায়গা পেতে সংগ্রাম করা রোনালদোর এমন কান্ড নিয়ে সমালোচনার ঝড় ওঠে। লিগে শনিবার চেলসির মুখোমুখি হবে ইউনাইটেড। আপত্তিকর ওই কাণ্ডের জন্য আগামী ম্যাচে ৩৭ বছর বয়সী তারকাকে নিষিদ্ধ করেছে ওল্ড ট্র্যাফোর্ড কর্তৃপক্ষ।নিজের ভুল বুঝতে পেরেছেন রোনালদো। ক্লাবের শাস্তি মেনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে লিখেছেন, ওই সময়ে তিনি মেজাজ সামলে রাখতে পারেননি।শুক্রবার সংবাদ সম্মেলনে টেন হাগের কাছে ‘রোনালদো বদলি হিসেবে নামতে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন কিনা’ বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে “হ্যাঁ” বলেন কোচ।“আমি কোচ, এখানকার সংস্কৃতির দেখভাল করা আমার দায়িত্ব। আমাকেই মানদন্ড ও মূল্যবোধ নির্ধারণ করতে হবে এবং তা নিয়ন্ত্রণও করতে হবে। দলে আমাদের কিছু মূল্যবোধ ও মানদন্ড আছে এবং তা নিয়ন্ত্রণ করা আমার দায়িত্ব।”প্রাক মৌসুমে এক ম্যাচেও আগেভাগে মাঠ ছেড়ে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন রোনালদো। সেই কথাও টানলেন কোচ।“তার ওপর এটার একটা প্রতিফলন পড়বে, পাশাপাশি অন্য সবার ওপরও। মৌসুমের শুরুতেই আমি বলেছিলাম, পরের বার (ম্যাচ শেষের আগে মাঠ ছাড়লে) শাস্তি পেতে হবে, ফুটবল একটি দলীয় খেলা এবং সবাইকে নির্দিষ্ট মানদন্ড বজায় রাখতে হবে। আর আমাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে।”লিগে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য