Monday, February 17, 2025
বাড়িখেলাআয়ারল্যান্ডের টপ অর্ডারের জন্য প্রস্তুত শ্রীলঙ্কা

আয়ারল্যান্ডের টপ অর্ডারের জন্য প্রস্তুত শ্রীলঙ্কা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২২ অক্টোবর: হোবার্টে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানে আটকে রেখে ৯ উইকেটের সহজ জয় পায় আয়ারল্যান্ড। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় ১৫ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে দলটি। একই মাঠে রোববার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে তাদের মুখোমুখি হবে প্রাথমিক পর্ব পেরিয়ে আসা আরেক দল শ্রীলঙ্কা।দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে পরের ধাপে আসা আইরিশদের নিয়ে বেশি ভাবতে রাজি নন চামিকা। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে নিজেদের শক্তি-সামর্থ্যে আস্থা রেখে নির্দিষ্ট পরিকল্পনার কথা জানালেন শ্রীলঙ্কার এই পেস বোলিং অলরাউন্ডার।“আমরা জানি, ঠিক কী করতে হবে। তারা (আয়ারল্যান্ড) কী ভুল করেছে, কী ঠিক করেছে সেটিও জানা আছে। সবকিছু মিলিয়েই তাদের জন্য আমরা দারুণভাবে পরিকল্পনা সাজিয়েছি।”“আমরা দেখেছি তারা ভালো ব্যাট করেছে। এজন্য (টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে) অভিনন্দন। আমার মনে হয় না, আগামীকাল (রোববার) এর পুনরাবৃত্তি হবে। কারণ, আমরা মনে করি আমাদের দল (ওয়েস্ট ইন্ডিজের চেয়ে) আরও ভালো। আমরা দেখব মাঠে কী হয়। তবে গতকালের (শুক্রবার) মতো কোনোকিছু হবে না।”তাই বলে আইরিশদের অর্জনকে খাটো করে দেখছেন না করুনারত্নে। ধারাবাহিক উন্নতি করে সাফল্য পাওয়া আইরিশদের পারফরম্যান্সে অবাক হননি তিনি। বরং তাদের দেখে বিশ্বকাপের অন্যান্য প্রতিপক্ষের ব্যাপারে সতর্ক থাকার বার্তা দিলেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার।“বিশ্বকাপে যেকোনো কিছু হতে পারে কারণ এখানে চাপ, ধকলসহ আরও অনেক কিছু থাকে। এছাড়া কোনো দল এখন আর পাঁচ-দশ বছর আগের মতো নেই। সবকিছু পুরোপুরি বদলে গেছে। প্রতিটি দল আগের চেয়ে উন্নতি করছে এবং ভালো ক্রিকেট খেলে লড়াই করছে। প্রতিটি খেলোয়াড়কে এখন আলাদাভাবে বিশ্লেষণ করা হয়।”“তাই আমি মোটেও অবাক হইনি যে, আয়ারল্যান্ড (সুপার টুয়েলভে) এসেছে। গত বছরও তারা ভালো ক্রিকেট খেলেছে এবং দল হিসেবে প্রতিনিয়ত উন্নতি করে যাচ্ছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই অনেক ভালো করছে তারা। তাই আমার কাছে মোটেও অবাক লাগেনি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য