Thursday, March 28, 2024
বাড়িখেলাআফ্রিদির ইয়র্কারে গুরবাজের পায়ে চোট

আফ্রিদির ইয়র্কারে গুরবাজের পায়ে চোট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২০ অক্টোবর: ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও পাকিস্তান। বৃষ্টির বাগড়ায় ম্যাচে কোনো ফল আসেনি। আগে ব্যাট করা আফগানরা করেছিল ৬ উইকেটে ১৫৪ রান। জবাবে ২.২ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ১৯ রান করার পর নামে বৃষ্টি। যে কারণে আর খেলা সম্ভব হয়নি।এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আফ্রিদির বলে এলবিডব্লিউ গুরবাজ। পঞ্চম বলে শাহিনের নিখুঁত ইয়র্কারে পা সরানোরও সুযোগ পাননি ২০ বছর বয়সী গুরবাজ।বলটি আঘাত হানে তার বাম পায়ের পাতায়। এমন ডেলিভারির পর আম্পায়ারের কোনো সংশয় ছিল না। দ্বিতীয় কিছু না ভেবে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।মুখোমুখি প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়ার সময় দেখা যায় হাঁটতে সমস্যা হচ্ছে গুরবাজের। সতীর্থের কাঁধে চড়ে মাঠ ছাড়েন তিনি। পরে স্ক্যানের জন্য তাকে নিকটস্থ হাসপাতালে পাঠায় আফগানিস্তান।সেই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে গুরবাজের পায়ের পাতায় চিড় ধরা পড়েনি। সুপার টুয়েলভের আগেই গুরবাজকে পুরোপুরি ফিট পাওয়ার আশা করছে আফগানিস্তান।“আমাদের দলের চিকিৎসক জানিয়েছেন, স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। কোনো চিড় ধরা পড়েনি। আগামী দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা তাকে পাওয়ার আশা করছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য