স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,৮ অক্টোবর:ক্রাইস্টচার্চে রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই দলে যোগ দেওয়ার কথা ক্লিভারের। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কাজিন।ঘরোয়া ক্রিকেটে ১১ বছর খেলার পর গত জুলাইয়ে নিউ জিল্যান্ডের ইউরোপ সফরে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান ক্লিভার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক। দ্বিতীয় ম্যাচেই ৫৫ বলে ৭৮ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ হন।আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে মিলিয়ে মোট ৭টি টি-টোয়েন্টি খেলেন তিনি ওই সফরে। স্কটিশদের বিপক্ষে অভিষেক হয়ে যায় তার ওয়ানডেতেও।টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে ৮১ ম্যাচ খেলে তার রান ১ হাজার ৫৭৬, স্ট্রাইক রেট ১৩৪.২৪।লিঙ্কনে শনিবার দলের অনুশীলনে আঙুলে চোট পান মিচেল। পরে পরীক্ষা করিয়ে তার আঙুলে ধরা পড়ে চিড়। আপাতত শুধু বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে এই ত্রিদেশীয় সিরিজের বাইরে রাখা হয়েছে তাকে। তবে বড় শঙ্কা আছে তার বিশ্বকাপে খেলা নিয়েও।