নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) তাদের দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশ করল।
প্রকাশিত হল মেধাতালিকাও। যা ছাত্রছাত্রীরা ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবেন। এ বছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। কী ভাবে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবেন তার বিশদ জানানো হয়েছে সিবিএসই-র তরফে। তারা জানিয়েছে, দু’টি ওয়েবসাইটে রোল নম্বর এবং স্কুলের নম্বর ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন ছাত্র ছাত্রীরা। তারা জানিয়েছে, cbse.gov.in এবং result.cbse.nic.in-এ ফলাফল জানা যাবে।