Sunday, March 16, 2025
বাড়িজাতীয়দেশের প্রতি ভক্তির চেতনাকে শক্তিশালী করে তেরঙা : অমিত শাহ

দেশের প্রতি ভক্তির চেতনাকে শক্তিশালী করে তেরঙা : অমিত শাহ


নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): দেশ এই বছর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে টুইট করে অমিত শাহ জানিয়েছেন, “আমাদের জাতীয় পতাকা তেরঙা প্রতিটি দেশবাসীকে শুধু ঐক্যের সুতোয় বাঁধে না, আমাদের মধ্যে দেশের প্রতি ভক্তির চেতনাকেও মজবুত করে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন টুইট করে লিখেছেন, ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিজেদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করে ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনে যোগ দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে তেরঙ্গার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ বাড়াতে পারব আমরা, সেই সঙ্গে স্বাধীনতার জন্য সংগ্রাম করা বীরদের আত্মত্যাগের কথাও জানাতে পারব। অমিত শাহ টুইটে আরও লিখেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে দেশজুড়ে প্রায় ২০ কোটি বাড়িতে তেরঙ্গা উত্তোলন করা হবে, যা প্রতিটি নাগরিক, বিশেষ করে যুবকদের মনে দেশপ্রেমের অবারিত শিখাকে আরও প্রজ্জ্বলিত করতে সাহায্য করবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য