Thursday, April 25, 2024
বাড়িজাতীয়শক্তিশালী ও অখন্ড ভারত গঠনে সহায়তা করব : মার্গারেট আলভা

শক্তিশালী ও অখন্ড ভারত গঠনে সহায়তা করব : মার্গারেট আলভা


নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করার পরই কংগ্রেস নেত্রী ও বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা জানালেন, শক্তিশালী ও অখন্ড ভারত গঠনে সহায়তা করব। মার্গারেট আলভা বলেছেন, ভারতীয় গণপ্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি পদে বিরোধী দলের প্রার্থী হিসেবে মনোনীত হওয়া একটি সৌভাগ্যের এবং সম্মানের বিষয়। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই মনোনয়ন গ্রহণ করছি এবং বিরোধী দলের নেতাদের ধন্যবাদ জানাই যে তাঁরা আমার প্রতি বিশ্বাস রেখেছেন।”

তিনি আরও বলেছেন, “ভারতের একজন গর্বিত প্রতিনিধি হিসাবে জনজীবনে যে পঞ্চাশ বছরেরও বেশি সময় আমি কাটিয়েছি, সংসদের উভয়কক্ষের সদস্য হিসেবে, একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, রাজ্যপাল হিসেবে, রাষ্ট্রসংঘে এবং অন্যান্য বৈশ্বিক প্ল্যাটফর্মে, এই মনোনয়ন ঐক্যবদ্ধ বিরোধীদের দ্বারা আমার প্রতি একটি স্বীকৃতি বলে আমি মনে করি।”

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে মঙ্গলবার মনোনয়ন পেশ করেছেন বিরোধী দলগুলির প্রার্থী মার্গারেট আলভা। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী ও জয়রাম রমেশ, এন সি পি প্রধান শারদ পাওয়ার, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই এর ডি রাজা, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত প্রমুখ। তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি অবশ্য ছিলেন না। একুশে জুলাইয়ের পর দল তাঁদের অবস্থান স্পষ্ট করবে বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য