নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকারকে ফের নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সংসদে আলোচনা ও প্রশ্ন থেকে পালিয়ে যাওয়া ‘অসংসদীয়’ প্রধানমন্ত্রীজি। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি-সহ নানা ইস্যুতে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখান রাহুল গান্ধীরা। বিক্ষোভ চলে লোকসভা ও রাজ্যসভাতেও। হইহট্টগোলের এদিন দুপুর দু’টোর পর সংসদের উভয়কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
এদিন টুইটারের মাধ্যমেও কেন্দ্রকে নিশানা করেছেন রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, টাকা ৮০ ছুঁয়েছে। গ্যাসওয়ালা হাজার টাকা চাইছে। জুন মাসে ১.৩ কোটি বেকার। খাদ্যশস্যের ওপরও জিএসটির বোঝা। জনসাধারণের সমস্যা তুলে ধরতে কেউ বাধা দিতে পারবে না, সরকারকে জবাব দিতেই হবে। সংসদে আলোচনা ও প্রশ্ন থেকে পালানো সবচেয়ে ‘অসংসদীয়’, প্রধানমন্ত্রীজি।