Thursday, March 28, 2024
বাড়িজাতীয়গম রফতানিতে নিষেধাজ্ঞায় কৃষকদের ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ মূল্য এমএসপি-র ওপরেই : সরকার

গম রফতানিতে নিষেধাজ্ঞায় কৃষকদের ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ মূল্য এমএসপি-র ওপরেই : সরকার

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): গম রফতানির ওপর উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে কৃষকদের কোনও ক্ষতি হয়নি, মঙ্গলবার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর লোকসভায় জানিয়েছেন। গম রফতানিতে নিষেধাজ্ঞার কারণে কৃষকদের ক্ষতির জন্য সরকার কোনও সহায়তা অথবা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, “রফতানিকারকদের দ্বারা বাল্ক কন্টেইনারাইজড কার্গোতে গম রফতানি করা হয়। যদিও, গম রফতানিতে নিষেধাজ্ঞার পরেও গমের অভ্যন্তরীণ দাম এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য)-র উপরে চলছে।”

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে কেন্দ্র গমের রফতানি নীতি সংশোধন করে রফতানিতে “নিষেধাজ্ঞা” জারি করে। সরকার তখন বলেছিল, দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা পরিচালনার পাশাপাশি প্রতিবেশী এবং অন্যান্য দুর্বল দেশগুলির চাহিদা পূরণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। গমের শস্য রফতানিতে নিষেধাজ্ঞার পরে, কেন্দ্র সম্প্রতি ১২ জুলাই থেকে গমের আটা (আটা) রফতানি এবং অন্যান্য সম্পর্কিত পণ্য যেমন ময়দা, সুজি রফতানিরও ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য