Saturday, December 13, 2025
বাড়িজাতীয়বেনজির কর্মসংস্কৃতি! ১৩-১৪ আগস্ট টানা ২৪ ঘন্টা কাজ করবে বিধানসভা, নির্দেশ যোগীর

বেনজির কর্মসংস্কৃতি! ১৩-১৪ আগস্ট টানা ২৪ ঘন্টা কাজ করবে বিধানসভা, নির্দেশ যোগীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ অগস্ট : উত্তরপ্রদেশ বিধানসভার আসন্ন বর্ষা অধিবেশনকে সামনে রেখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের উন্নয়নের জন্য সরকার আগামী ২৫ বছরের কর্মপরিকল্পনা পেশ করবে। এই পরিকল্পনাকে তিনি ‘বিকশিত উত্তরপ্রদেশ’-এর এক মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’-এর ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে যোগী সরকার এই পরিকল্পনা তৈরি করেছে। এটি উত্তরপ্রদেশকে একটি স্বনির্ভর ও উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নীতি কমিশন ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে এই পরিকল্পনা বা রোড ম্যাপ তৈরি করা হয়। এমনকী সমাজের সকল স্তরের মানুষের মতামত নেওয়া হয়।

১৩ ও ১৪ আগস্ট বিধানসভায় টানা ২৪ ঘণ্টা এই রোড ম্যাপ নিয়ে আলোচনা হবে। সব দলের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান যোগী আদিত্যনাথ। এই পরিকল্পনায় সাধারণ মানুষের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ২০৪৭ সালে যখন ভারত একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, তখন উত্তরপ্রদেশও ‘বিকশিত উত্তরপ্রদেশ’ হিসেবে দেশ ও দশের সামনে মাথা তুলে দাঁড়াবে।
অধিবেশনের সময় সাধারণ মানুষের পক্ষ থেকে যে কেউ যেকোনও প্রশ্ন সরকারের কাছে রাখতে পারেন। সরকারের পক্ষ থেকে সকল প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য থাকবেন, এমনটাই জানান যোগী। এছাড়াও জিরো আওয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলানো হবে। সরকার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এবং গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের সমস্ত দলকে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় অংশ নিতে এবং রাজ্যের উন্নয়নে অবদান রাখতে এদিন আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য