নয়াদিল্লি, ১৫ জুলাই ( হি.স.) : অল ইন্ডিয়া রেডিওতে জনপ্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’-এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। তিনি ৩১ জুলাই প্রচারিত পর্বের জন্য তাদের পরামর্শগুলি ভাগ করে নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন।
‘মন কি বাত’ প্রোগ্রামে অন্তর্ভুক্তির জন্য যে কেউ ‘MyGov’ এবং NaMo অ্যাপে তাদের মতামত বা পরামর্শ পাঠাতে পারেন। অথবা আপনি ১৮০০-১১-৭৮০০ নম্বরে কল করে আপনার পরামর্শ রেকর্ড করতে পারেন।
শুক্রবার জনগণকে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, “আপনার কাছে কি এই মাসের মন কি বাত প্রোগ্রামের জন্য ইনপুট আছে, যা ৩১ জুলাই প্রচার হবে? আমি তাদের শোনার অপেক্ষায় আছি… সেগুলিকে MyGov বা NaMo অ্যাপে শেয়ার করুন। ১৮০০-১১-৭৮০০ ডায়াল করে আপনার বার্তা রেকর্ড করুন।”