নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): গত কয়েক দিন ধরে অবিরাম ভারী বৃষ্টি হচ্ছে গুজরাটে, বিপর্যস্ত রাজ্যের দক্ষিণ ভাগ। বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারই আহমেদাবাদের সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী পাঁচ দিন চলবে এমনই ভারী বৃষ্টি। এই পরিস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের কিছু অংশে বন্যার মত পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের কিছু অংশে ভারী বর্ষণ এবং সম্ভাব্য বন্যার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এনডিআরএফ-এর অতিরিক্ত দল পাঠানো-সহ কেন্দ্র থেকে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ও মধ্য গুজরাটের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। গুজরাটে এখন মৌসুমি বায়ু সক্রিয়। দক্ষিণ গুজরাটের নভসারি এবং ভালসাদ জেলার বিচ্ছিন্ন জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। সুরাট, ডাং, আনন্দ, তাপি, ছোট উদেপুর, নর্মদা, ভাদোদরা এবং দাদরা নগর হাভেলির কেন্দ্রশাসিত অঞ্চলের বিচ্ছিন্ন জায়গায়ও খুব ভারী বৃষ্টিপাত হয়েছে। গুজরাতের খেরা জেলার নাদিয়াদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছোটা উদয়পুরে ভেঙে পড়েছে একটি সেতু।