Monday, March 17, 2025
বাড়িজাতীয়বিজেপির বিরুদ্ধে তোপ অখিলেশের, বললেন কংগ্রেসকেই অনুসরণ করছে তাঁরা

বিজেপির বিরুদ্ধে তোপ অখিলেশের, বললেন কংগ্রেসকেই অনুসরণ করছে তাঁরা

লখনউ, ৫ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যাবহার করছে বলে অভিযোগ করে মঙ্গলবার অখিলেশ বলেছেন, কংগ্রেসকেই অনুসরণ করছে বিজেপি। এদিন লখনউতে অখিলেশ বলেছেন, “কংগ্রেস যখন দিল্লিতে ক্ষমতায় ছিল, তাঁরা বিরোধীদের পিছনে ইডি এবং সিবিআই-এর মত এজেন্সি লাগিয়ে দিত। তাঁদেরই অনুসরণ করছে বিজেপি। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ইডি শাসন করেছে। বিজেপি এই সংস্থাগুলির সুবিধা নিচ্ছে।”

দুর্নীতি শিখরে পৌঁছেছে বলেও দাবি করেছেন অখিলেশ। তাঁর কথায়, “দুর্নীতি চরমে পৌঁছেছে। নেপথ্যে থেকে কিছু শক্তি সরকার চালাচ্ছে… গণতন্ত্র বাঁচাতে এগিয়ে আসছে সমাজবাদী পার্টির সদস্যরা। আমাদের জনগণের সমর্থন প্রয়োজন।” প্রসঙ্গত, সদস্যপদ অভিযান শুরু করেছে সমাজবাদী পার্টি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য