নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): অভ্যন্তরীণভাবে উৎপাদিত অপরিশোধিত তেল বিক্রি নিয়ন্ত্রণমুক্ত করায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ৬৩ হাজার প্রাইমারি কৃষি ঋণ সমিতির কম্পিউটারাইজেশনের জন্য ২,৫১৬ কোটি টাকা অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, দেশীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেল বিক্রি নিয়ন্ত্রণমুক্ত করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।২০২২ সালের অক্টোবর থেকে তা কার্যকর করা হবে৷ এখন কোম্পানিগুলি নিজেদের অপরিশোধিত তেল সরকারী সংস্থাগুলির সঙ্গে দেশীয় বাজারে যে কোনও বেসরকারী সংস্থার কাছে বিক্রি করতে পারে। অনুরাগ আরও জানিয়েছেন, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি কম্পিউটারাইজেশনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২,৫১৬ কোটি টাকার সামগ্রিক বাজেটের সঙ্গে ৬৩ হাজার কার্যকরী প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি কম্পিউটারাইজড করা হবে। এটি তাঁদের কার্যকারিতা উন্নত করবে এবং স্বচ্ছতা আনবে।