নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তার পর সমগ্র দেশে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৬ জুলাইয়ের মধ্যে সমগ্র দেশে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষা সাধারণত সমগ্র দেশজুড়ে ৮ জুলাই পৌঁছয়, কিন্তু এবার ৬ জুলাইয়ের মধ্যে সমগ্র দেশে পৌঁছে যেতে পারে বর্ষা।
শুরুতে অনুকূল পরিস্থিতির কারণে বর্ষা দক্ষিণ উপদ্বীপের ভারত এবং মধ্য ভারতে দেরী করে অগ্রসর হয়েছিল। সেই সময় অনুসারে, বর্ষার উত্তর সীমা গুজরাটের পোরবন্দর এবং ভাদোদরা, মধ্যপ্রদেশের শিবপুরী ও রেওয়া এবং উত্তর প্রদেশের চুর্কের মধ্য দিয়ে যেতে থাকে। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে, কোথাও কোথাও আবার প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছে। সমগ্র দেশে বর্ষা পৌঁছতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা।