নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার তামিলনাড়ু থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাই মহারাষ্ট্রের আসন থেকে বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন চিদম্বরম, রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। চেয়ারম্যান তাঁর ইস্তফাপত্র গ্রহণও করেছেন।
বৃহস্পতিবার চিদম্বরম নিজেই টুইট করে জানিয়েছেন, তামিলনাড়ু থেকে রাজ্যসভায় আমার নির্বাচনের পর, মহারাষ্ট্রের আসন থেকে পদত্যাগ করতে হত। সেই অনুযায়ী, বৃহস্পতিবার আমি মহারাষ্ট্র রাজ্যের আসন থেকে পদত্যাগ করলাম। টুইটে তিনি আরও জানিয়েছেন, রাজ্যসভার মাননীয় চেয়ারম্যান আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মহারাষ্ট্র রাজ্যের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করেছি। আমি মহারাষ্ট্রের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।