নয়াদিল্লি, ১৫ জুন (হি. স.) : ভারতের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বুধবারই বিজ্ঞপ্তি জারি করল ভারতের নির্বাচন কমিশন। ২৯ জুন পর্যন্ত রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। আগামী ১৮ জুলাই হবে ভোট গ্রহণ, ২১ জুলাই ভোট গণনা। উল্লেখ্য, আগামী মাসের ২৪ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ জুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেছিল ভারতের নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই হবে এই নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই। তার আগে বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ২৯ জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে কমিশন। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ হবে ২৫ জুলাই। দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া জরুরি। এই নির্বাচনে নাগরিকরা প্রত্যক্ষ ভাবে অংশ নেন না। তাঁদের হয়ে জনপ্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন। সাংসদ এবং বিধায়ক মিলিয়ে মোট ৪ হাজার ৮০৯ জন অংশ নেবেন এই নির্বাচনে। তাঁদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপতি।