Monday, February 10, 2025
বাড়িজাতীয়কেন্দ্রীয় সরকার ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতি করছে: পাইলট

কেন্দ্রীয় সরকার ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতি করছে: পাইলট

নয়াদিল্লি, ১৫ জুন ( হি. স.) : রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছেন। পাইলট বলেন, বিজেপি অসত্য, অন্যায় এবং অনৈতিকতা দিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এ কাজে তিনি কখনোই সফল হবেন না।

পাইলট আরও বলেন, আমাদের কণ্ঠস্বর দমন করার অধিকার সরকারের নেই, কিন্তু মোদী সরকার কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করে বুধবার দিল্লিতে তাকেও পুলিশ হেফাজতে নিয়েছে। এই সময় পাইলট বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হেনস্থা করার জন্য তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। এটা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো নয়। আমরা এর বিরোধিতা করি। পাইলটের অভিযোগ, দিল্লি পুলিশ পার্টির সদর দফতরে ঢুকে লাঠিচার্জ করছে। তাদের নেতাদের গৃহবন্দীও করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য