নয়াদিল্লি, ৮ জুন(হি.স) : বুধবার সমস্ত দেশবাসীসহ কাশ্মীরি পণ্ডিত বোন ও ভাইদের জ্যেষ্ঠ অষ্টমীর শুভ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, “সমস্ত দেশবাসী, বিশেষ করে আমার কাশ্মীরি পণ্ডিত বোন ও ভাইদের জ্যৈষ্ঠ অষ্টমীর শুভেচ্ছা। আমরা সকলের মঙ্গল ও সমৃদ্ধির জন্য মাতা খীর ভবানীর কাছে প্রার্থনা করি।”