চণ্ডীগড়, ৮ জুন(হি.স) : পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের ঘটনায় বড়সড় তথ্য প্রকাশ করেছে দিল্লি পুলিশ। নয়াদিল্লির জয় সিং রোডের পুলিশ হেডকোয়ার্টারে সাংবাদিক সম্মেলন করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণোই এই হত্যার মূল পরিকল্পনাকারী।
দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার এইচজিএস ধালিওয়াল, পুলিশ সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, সিধু মুসেওয়ালা হত্যা মামলার মাস্টারমাইন্ড লরেন্স বিষ্ণোই। তিনি বলেন, মুসেওয়ালাকে পলাতক সৌরভ মহাকালের ঘনিষ্ঠ শ্যুটার গুলি করেছিল। বুধবার পুনের গ্রামীণ পুলিশ সৌরভ মহাকালকে গ্রেফতার করে এবং তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, হত্যার মূল শ্যুটারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধেশ হীরামন কমলকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে পঞ্জাব পুলিশও বলেছিল, মুসওয়ালাকে হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং ছিল।