নয়াদিল্লি, ৮ জুন(হি.স) : ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ বুধবার ইডির মুখোমুখি হওয়ার কথা ছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন ইডি দফতরে হাজিরা দিতে পারেননি। এবিষয়ে মঙ্গলবার সোনিয়া আরও তিন সপ্তাহ সময় চেয়ে নেন। ইডির তরফে কিছু জানানো না হলেও সূত্রের খবর, সোনিয়ার আবেদন খতিয়ে দেখছে তারা।
এবার সোনিয়াকে নতুন করে সমন পাঠাবে ইডি।প্রসঙ্গত, গত ২ জুন কংগ্রেস সভানেত্রীর করোনা ধরা পড়ে। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত সোনিয়া কোথাও যেতে পারবেন না। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সুস্থ হতে মোটামুটি ১৪ দিন সময় লাগে।
অন্যদিকে আগামী ১৩ জুন ন্যাশনাল হেরাল্ড মামলাতে ইডির মুখোমুখি হবেন রাহুল। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল, ইডির জেরা এড়াবে না গান্ধী পরিবার। তবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে গান্ধী পরিবারকে ডাকা হয়েছে, বলে কংগ্রেস অভিযোগ তুলেছে।