Friday, August 19, 2022
বাড়িজাতীয়সীমান্তের সর্বত্রই ড্রোনের ঝুঁকি রয়েছে : ডিআইজি বিএসএফ

সীমান্তের সর্বত্রই ড্রোনের ঝুঁকি রয়েছে : ডিআইজি বিএসএফ
জম্মু, ৬ জুন (হি.স.): সীমান্তের ওপার থেকে ড্রোন হামলার ঝুঁকি রাজৌরি এবং পুঞ্চ জেলা-সহ সীমান্তের সর্বত্রই বিরাজমান। সোমবার এমনটাই বললেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর রাজৌরি-পুঞ্চ সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ডি এস সিধু। একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রতিপক্ষের যে কোনও প্রচেষ্টা ব্যর্থ করতে সীমান্তে সঠিকভাবে আধিপত্য বিস্তার করেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার রাজৌরিতে সেক্টর হেডকোয়ার্টারে একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেছেন ডিআইজি বিএসএফ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে ড্রোন হামলার ঝুঁকি রাজৌরি এবং পুঞ্চ জেলা-সহ সীমান্তের সর্বত্রই রয়েছে।বিরাজমান। প্রতিপক্ষের যে কোনও ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করার জন্য সীমান্তে আধিপত্য বিস্তার করেছে বিএসএফ ও সেনাবাহিনী। তিনি আরও জানান, বিএসএফ-এর প্রতিটি জওয়ান যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এবং তাঁদের দক্ষতা বাড়াতে নিয়মিত উন্নত কোর্স করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য