চন্ডীগড়, ৬ জুন (হি.স.): পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় হরিয়ানার ফতেহবাদ থেকে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম-দাবিন্দর ওরফে কালা। হত্যাকাণ্ডে জড়িত দুই সন্দেহভাজন তার সঙ্গেই ছিল বলে জানা গিয়েছে।
এর আগে গত ৩ জুন ফতেহবাদ থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ। সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। মানসা জেলায় মুসেওয়ালাকে খুনের দুই দিন পর মঙ্গলবার পঞ্জাব পুলিশ এই মামলায় প্রথম গ্রেফতার করেছিল। ধৃত মনপ্রীত সিং আততায়ীদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত। পঞ্জাব সরকার নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পর গত ২৯ মে খুন হয়েছিলেন সিধু মুসেওয়ালা। এদিকে, মঙ্গলবার মানসা জেলায় যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে গিয়ে সিধুর পরিজনদের সঙ্গে দেখা করবেন রাহুল।