Wednesday, June 29, 2022
বাড়িজাতীয়জেলে থেকেই ক্লাকের কাজ পেলেন নভজ্যোৎ সিং সিধু

জেলে থেকেই ক্লাকের কাজ পেলেন নভজ্যোৎ সিং সিধু

পাতিয়ালা, ২৬ মে (হি. স.) : পাঞ্জাবের পাতিয়ালা সেন্ট্রাল জেলের মুহুরীর দায়িত্ব পেয়েছেন প্রাক্তন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু।

বৃহস্পতিবার জেল আধিকারিক জানিয়েছে, ‘সিধু, কয়েদি নম্বর ২৪১৩৮৩, রয়েছেন সাত নম্বর ব্যারাকে, সেখানে বসেই ক্লার্কের কাজ করবেন। ব্যারাকেই যাবতীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে। নিরাপত্তার কারণেই তাঁকে ব্যারাকে থেকেই কাজ করতে হবে। কী করে এই কাজ করতে হয়, সে ব্যাপারে সিধুকে প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সিধুর আইনজীবী এইপিএস ভার্মা জানিয়েছেন, তিনি তাঁর মক্কেলের জন্য জেল আধিকারিকের কাছে বিশেষ খাবার দেওয়ার আর্জি জানিয়েছেন। আইনজীবী জানান, গম, চিনি বা ময়দা তাঁর মক্কেল খেতে পারে না। ফাইবার জাতীয় সব ধরনের খাবার খাওয়া নিষেধ। লিভারের সমস্যা রয়েছে। সমস্যা রয়েছে থ্রম্বসিসের। দিল্লি হাসপাতালে কিছুদিনের জন্য সিধু ভর্তি হয়েছিলেন।

প্রসঙ্গত, বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে প্রাক্তন ক্রিকেটার বর্তমানে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুকে এক বছরের কারাবাসের সাজা দেয় ভারতের সর্বোচ্চ আদালত। পাশাপাশি তাঁকে জরিমানাও দিতে হবে। জরিমানা এক হাজার টাকা। বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনাটি ঘটে ১৯৮৭ সালে। সিধুর বিরুদ্ধে অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে তাঁর মাথায় আঘাত করলে মৃত্যু হয়। সিধুর বিরুদ্ধে গুরনামের পরিবার খুনের অভিযোগে মামলা রুজু করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য