নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : সাহারা গোষ্ঠীকে বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। সাহারা গ্রুপের নয়টি কোম্পানির বিরুদ্ধে সিরিয়াস ফ্রড ইন্ট্রোগেশন অফিস (এসএফআইও) তদন্ত চালিয়ে যাবে সুপ্রিম কোর্ট।
এর আগে গত ১৭ মে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন, হাইকোর্ট সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের বিরুদ্ধে জারি করা লুকআউট নোটিশ সহ কার্যধারায় স্থগিতাদেশ দিয়েছে। হাইকোর্টের এই আদেশ স্থগিত হওয়া দরকার। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার কারণে সাহারা গ্রুপের কোম্পানিগুলোর বিরুদ্ধে চলতি তদন্তে বিরূপ প্রভাব পড়েছে।
প্রসঙ্গত, গত ২০২১ সালের ১৩ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং সাহারা গ্রুপের অন্যান্য সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম স্থগিত করেছিল। হাইকোর্ট তদন্তের জন্য ৩১ অক্টোবর, ২০১৮ এবং ২৭অক্টোবর, ২০২০-এর কেন্দ্রীয় সরকারের আদেশও স্থগিত করেছিল। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে এসএফআইও।