Friday, April 19, 2024
বাড়িজাতীয়জাপান থেকে ফিরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সঙ্গে করলেন পর্যালোচনা

জাপান থেকে ফিরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সঙ্গে করলেন পর্যালোচনা

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনা করতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বসেছেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কোন কাজের অগ্রগতি কতটা হয়েছে, তা মন্ত্রীদের কাছ থেকে জানতে চান প্রধানমন্ত্রী। মন্ত্রীরাও তা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

প্রসঙ্গত, দু’দিনের জাপান সফর শেষে মঙ্গলবার রাতেই দিল্লিতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে গাড়িতে পৌঁছে যান নিজ বাসভবনে। দু’দিনের জাপান সফরে কোয়াড শিখর সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। জাপান থেকে ফিরেই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য