Monday, February 17, 2025
বাড়িজাতীয়রাজনীতি নয় দেশবাসীর সেবা করতে এসেছি, উৎকর্ষ সমারোহে বললেন প্রধানমন্ত্রী

রাজনীতি নয় দেশবাসীর সেবা করতে এসেছি, উৎকর্ষ সমারোহে বললেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : আমি রাজনীতি করতে আসিনি, দেশবাসীর সেবা করতে এসেছি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ১০০ শতাংশ সুবিধাভোগীদের কাছে পৌঁছনোর সঙ্কল্প নিয়েছে দেশ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের ভারুচে আয়োজিত উৎকর্ষ সমারোহতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

পরে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “সরকার যখন আন্তরিকভাবে একটি সঙ্কল্প নিয়ে সুবিধাভোগীর কাছে পৌঁছয়, তখন কতটা ফলপ্রসূ পরিনাম পাওয়া যায় এই উৎকর্ষ অনুষ্ঠান তারই প্রমাণ। আমি ভারুচ জেলা প্রশাসনকে অভিনন্দন জানাই, গুজরাট সরকারকে সামাজিক নিরাপত্তা সম্পর্কিত ৪টি প্রকল্পের শতভাগ সম্পৃক্তির জন্য।” প্রধানমন্ত্রী বলেছেন, “প্রায়শই তথ্যের অভাবে অনেক মানুষ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকেন। অনেক সময় পরিকল্পনা কাগজে কলমেই থেকে যায়। কিন্তু যখন উদ্দেশ্য পরিষ্কার হয়, নীতি পরিষ্কার থাকে, ভালো কাজ করার মানসিকতা থাকে, সকলের উন্নয়নের চেতনা থাকে, তখন পরিনামও পাওয়া যায়।”

প্রধানমন্ত্রী হিসেবে নিজের কার্যকালের বিষয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, “দিল্লি থেকে দেশের সেবা করতে করতে ৮ বছর পূর্ণ হচ্ছে। এই ৮ বছর সেবা, সুশাসন এবং দরিদ্র কল্যাণে নিবেদিত ছিল। আজ আমি যা করতে পেরেছি, আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে শিখেছি।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমি রাজনীতি করতে আসিনি, দেশবাসীর সেবা করতে এসেছি। ১০০ শতাংশ সুবিধাভোগীদের কাছে পৌঁছনোর সঙ্কল্প নিয়েছে দেশ।” মোদীর কথায়, “আমাদের সরকার সামাজিক নিরাপত্তা, জনকল্যাণ ও দরিদ্রদের মর্যাদার জন্য। দরিদ্রদের মর্যাদার জন্য সঙ্কল্প এবং দরিদ্রদের মর্যাদার মূল্যবোধ, এটিই আমাদের অনুপ্রাণিত করে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য