Thursday, March 28, 2024
বাড়িজাতীয়দিল্লিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে : অরবিন্দ কেজরিওয়াল

দিল্লিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে : অরবিন্দ কেজরিওয়াল


নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): কয়লা সঙ্কটের মধ্যে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের ফলে চরম ভোগান্তিতে দেশের বেশ কিছু অংশ। বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, “আমরা দিল্লিতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পরিচালনা করছি, কয়লা সরবরাহে ঘাটতির কারণে সমগ্র দেশের জন্য এটি একটি সমস্যা।”

সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১৬৫টি চালু তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১০০টিতে মজুত করা কয়লার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমেছে। সূত্র অনুযায়ী, এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় করছে কেন্দ্র। অনেক সংস্থা অর্থের অভাবে সঠিক সময়ে কয়লা কিনতে ব্যর্থ হয়েছে। আবার অনেক সংস্থা সঠিক সময়ে চাহিদার কথা না জানানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানা গিয়েছে। কয়লা সরবরাহ স্বাভাবিক করতে যাত্রিবাহী দূরপাল্লার ট্রেনের সংখ্যা কমিয়ে মালগাড়ির সংখ্যা বাড়াচ্ছে কেন্দ্র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য