স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : ককবরক ভাষাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কারিক্যুলামে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী কুমার ত্রিপুরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা জানান ককবরক ভাষাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কারিক্যুলামে অন্তর্ভুক্ত করার জন্য ২০২১ সালের ৩ মার্চ লোকসভায় দাবি জানিয়েছিলেন তিনি। দেশের প্রধানমন্ত্রী ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সেই দাবির প্রতি সহমত পোষণ করেছেন। যার ফলে ককবরক ভাষাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কারিক্যুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে এখন থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ককবরক ভাষায় লেখার সুযোগ পাবে জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা।