Friday, March 29, 2024
বাড়িজাতীয়পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল চিনা ড্রোন, অমৃতসরে গুলি করে নামাল বিএসএফ

পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল চিনা ড্রোন, অমৃতসরে গুলি করে নামাল বিএসএফ

অমৃতসর, ২৯ এপ্রিল (হি.স.): পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল একটি চিনা হেক্সাকপ্টার (ড্রোন)। রাতের অন্ধকারে উড়ছিল সেই ড্রোনটি, গুলি করে পাকিস্তান থেকে আসা ড্রোনটিকে মাটিতে নামিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর অমৃতসর সেক্টরের ঘটনা। বৃহস্পতিবার গভীর রাত ১.১৫ মিনিট নাগাদ অমৃতসর সেক্টরের ধনোয়ে কালান এলাকায় উড়তে দেখা যায় একটি হেক্সাকপ্টার। সতর্ক বিএসএফ জওয়ানরা গুলি করে ওই ড্রোনটিকে মাটিতে নামান।

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে খুব কাছেই উড়ছিল ড্রোনটি। বিএসএফ জানিয়েছে, ড্রোনটি চিনে তৈরি করা, মডেল নম্বর হল ডিজেআই ম্যাট্রিস-৩০০ এবং পাকিস্তান থেকে ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল। ওই ড্রোনে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। কালো রঙের ড্রোনটিকে খতিয়ে দেখা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য