গান্ধীনগর, ২৯ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের রাজনীতি জাতপাত, সাম্প্রদায়িকতা ও পরিবারতন্ত্রের রাজনীতিকে টেক্কা দিয়েছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার গুজরাটের গান্ধীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাড্ডা বলেছেন, “রাজনীতির সংস্কৃতি পরিবর্তনের কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে নির্বাচনী আখ্যান জাতপাত, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতার ওপর কেন্দ্রায়িত ছিল, কিন্তু এখন নির্বাচনী আখ্যান উন্নয়নের রিপোর্ট কার্ডের ভিত্তিতে।”
কোভিড-পরিস্থিতি ভারত কীভাবে সামলেছে, তা উল্লেখ করে নাড্ডা এদিন বলেছেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র ৯ মাসে দু’টি মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন তৈরি করেছেন ভারতের বিজ্ঞানীরা। দেশের টিকাকরণ অভিযান বিশ্বের মধ্যে বৃহত্তম এবং সবথেকে দ্রুত গতিতে চলছে। সমগ্র দেশে ১৮৮ কোটিরও বেশি প্রাপককে টিকা দেওয়া হয়েছে এবং গুজরাটেও ৯৭.৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে।” গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল দারুণ কাজ করছেন বলেও এদিন জানান নাড্ডা।