চণ্ডীগড়, ২৯ এপ্রিল (হি.স.) : পাতিয়ালা শিবসেনা ও খলিস্তান গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি ঘটনার নিন্দা করে প্রেম, শান্তি, ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।
এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জনগণকে এই সংকটের সময়ে সংযম দেখিয়ে পুলিশকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, রাজ্যে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে কাউকে অনুমতি দেওয়া হবে না। তিনি টুইটেও লিখেছেন, “পাতিয়ালায় সংঘর্ষের ঘটনাটি গভীর দুর্ভাগ্যজনক। আমি ডিজিপির সঙ্গে কথা বলেছি, এলাকায় শান্তি ফিরিয়ে আনা হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কাউকে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে দেব না। পঞ্জাবের শান্তি এবং সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” প্রসঙ্গত, এদিন শহরের কালী মাতা মন্দিরের কাছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে পাথর নিক্ষেপে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হয়। শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।