স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : দেশের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যারা রয়েছেন তাদের জন্য গ্যাচুয়িটির ব্যবস্থা করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গত ২৫ এপ্রিল। অঙ্গনওয়াড়ি কর্মীদের ওয়ার্ক ম্যান হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক রায় বলে শুভেচ্ছা জানান সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত।
তিনি জানান, যেহেতু সুপ্রিমকোর্ট গুজরাটে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছে, তাই এই নিয়মটি সারাদেশে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য লাগু করা জন্য আইন রয়েছে। সারাদেশের মতো ত্রিপুরা রাজ্য সরকারের যাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য গ্যাচুয়িটির ব্যবস্থা করে এবং তাদের ওয়ার্ক ম্যান হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার দাবি জানানো হচ্ছে বলে জানান সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। আরো বলেন সর্বশেষ লেবার কনফারেন্সে যে সর্বনিম্ন মজুরি ২৬ হাজার টাকা ঠিক হয়েছে তা যেন প্রদান করা হয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। পাশাপাশি তাদের প্রফিডেন্ট ফান্ড এ বিষয়ে যাতে বিশেষ নজর দেওয়া হয় তার জন্য আহব্বান জানান শংকর প্রসাদ দত্ত। এবং এ বিষয়ে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সোচ্চার হতে আহ্বান জানান শংকর প্রসাদ দত্ত। সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পাঞ্চালি ভট্টাচার্যী।