নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.) : ঘুষ চাওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ইন্সপেক্টরকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিযোগ, ওই এনফোর্সমেন্ট ইন্সপেক্টর একজনের কাছ থেকে তিন লক্ষ টাকা ঘুষ দাবি করেছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সিবিআই।
স্কুলের কর্মচারীদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বকেয়া নিষ্পত্তি করার জন্য ৪ লক্ষ টাকা ঘুষ দাবি করে অভিযুক্ত ইন্সপেক্টর। এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, পাঁচটি অশিক্ষক কর্মীদের পিএফ গত তিন বছর ধরে জমা দেওয়া হয়নি এবং অভিযোগকারী বকেয়া জমা দিতে ইচ্ছুক ছিলেন। এটাও অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত স্কুলের কর্মচারীদের পিএফ বিষয় নিষ্পত্তির জন্য ৪ লক্ষ টাকা দাবি করেছিল এবং হুমকি দিয়েছিল যে ঘুষ না দিলে তিনি তার উপর ভারী জরিমানা বা জরিমানা আরোপ করবেন।
সিবিআইয়ের ফাঁদে পা দিয়ে অভিযোগকারীর কাছ থেকে ঘুষের প্রথম কিস্তি হিসাবে ৩ লক্ষ টাকা দাবি করার সময় অভিযুক্তকে ধরা হয়। অভিযুক্তদের অফিস এবং আবাসিক প্রাঙ্গনে তল্লাশি চালানো হয়েছে।