Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়জ্বালানি তেলের ওপর ভ্যাট কমিয়ে 'স্বস্তি' দিন সাধারণ মানুষকে, অনুরোধ স্বয়ং প্রধানমন্ত্রীর

জ্বালানি তেলের ওপর ভ্যাট কমিয়ে ‘স্বস্তি’ দিন সাধারণ মানুষকে, অনুরোধ স্বয়ং প্রধানমন্ত্রীর



নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আর্থিক দুরাবস্থার মধ্যে দিন কাটছে মধ্যবিত্তের। এবার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর জন্য পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে প্রতিটি রাজ্যই অ-বিজেপি শাসিত। কোভিড-পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “কেন্দ্রের কথায় মান্যতা দিয়ে কিছু রাজ্য পেট্রোপণ্যে ভ্যাট কমিয়ে মানুষের সুবিধা করেছে। কিন্তু আমি জানি না পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ কেন এই ভ্যাট কমায়নি।’’ তবে তিনি কারও সমালোচনা করার জন্য এই কথা বলছেন না বলেও উল্লেখ করেন মোদী।


প্রধানমন্ত্রী বলেছেন, আমি আশা করছি নভেম্বরে যা করার কথা ছিল, এখন তা করে সাধারণ নাগরিকদের সুবিধা প্রদান করুন। বিভিন্ন রাজ্যে ভ্যাট কমানোয় পেট্রোলের লিটার প্রতি দামেরও উল্লেখ করেন মোদী। সেই সময়েই জানান, কলকাতায় দর ১১৫ টাকার আশপাশে আর কাছের রাজ্য উত্তর প্রদেশের রাজধানী লখনউতে ১০৫ টাকার আশপাশে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশবাসীকে সুবিধা দিতে গত নভেম্বর মাসে আন্তঃশুল্ক কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। তখনই রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছিল, তারাও যেন কর কমায়। কিন্তু কিছু রাজ্য কেন্দ্রের সেই কথা শুনে ভ্যাট কমালেও অনেক রাজ্যই তা করেনি। কোনও না কোনও কারণ দেখানো হয়েছে। এখন সেই সব রাজ্যকে অনুরোধ করছি গত ছ’মাস আগেই যেটা করার ছিল সেটা এখন করে মানুষের সুবিধা করে দেওয়া হোক।’’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য