Sunday, February 16, 2025
বাড়িজাতীয়মাত্রাতিরিক্ত গরম দিল্লিতে, রোদের তেজে অস্বস্তিতে রাজস্থান-মহারাষ্ট্র

মাত্রাতিরিক্ত গরম দিল্লিতে, রোদের তেজে অস্বস্তিতে রাজস্থান-মহারাষ্ট্র

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): তীব্র দাবদাহে পুড়ছে মধ্য ভারত। দিল্লি তো বটেই জ্বালাপোড়া গরম রাজস্থানেও। একে বৃষ্টির দেখা নেই তার উপর মধ্যভারতে এই তাপপ্রবাহে দিন দিন অস্বস্তি বাড়ছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লিতে আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা হয়তো ৪৪ ডিগ্রির গণ্ডি অতিক্রম করতে পারে। রাজধানী দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

রাজস্থানেও গরম বাড়ছে। হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ গরমের দাপটে হাঁসফাঁস করছে। শুধুমাত্র এই সমস্ত রাজ্যগুলিই নয়, ছত্তিশগড়, ওডিশা, গুজরাটও গরমে কাহিল হয়ে পড়েছে। কবে রেহাই মিলতে পারে এমন পরিস্থিতি থেকে সে বিষয়ে এখনই কিছু জানায়নি ভারতীয় আবহাওয়া দফতর। এপ্রিল মাসের শেষ কয়েকটা দিন হয়তো এভাবেই গরমের মধ্যে কাটবে। গরম বাড়ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরেও। আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে জম্মু-কাশ্মীরের বাতাস। শ্রীনগরে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, গরমে নাজেহাল অবস্থা জম্মুতেও। সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য