Friday, March 21, 2025
বাড়িজাতীয়পাকিস্তানের সঙ্গে চিনের ‘আঁতাত’ বহুদিনের। মুখ খুললেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

পাকিস্তানের সঙ্গে চিনের ‘আঁতাত’ বহুদিনের। মুখ খুললেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ মার্চ : পাকিস্তানের সঙ্গে চিনের ‘আঁতাত’ বহুদিনের। এনিয়ে এবার মুখ খুললেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, পাকিস্তান এবং চিনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। তা অস্বীকার করার উপায় নেই। এবং এটা খুবই উদ্বেগের বিষয়। কয়েকদিন আগেই জানা গিয়েছিল ইসলামাবাদকে ৪০টি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চলছে ‘বন্ধু’ বেজিং। এই অত্যাধুনিক যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য। ফলে সহজেই ‘শত্রুপক্ষে’র চোখে ধুলো দিতে পারে এই জেটগুলো। অনেকেই বলছেন দিল্লিকে চাপে ফেলতেই পাকিস্তানের হাতে যুদ্ধবিমান তুলে দিচ্ছে চিন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থল, নৌ ও বায়ুসেনা প্রধান। দেশ-বিদেশের নানা বিষয়, ভারতের প্রতিরক্ষা, কূটনীতি এরকম নানা প্রসঙ্গে তাঁরা কথা বলেন। চিন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, “এটা আমাদের মানতেই হবে যে, চিন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় ১০০ শতাংশ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চিন থেকে আসে। দু’দেশের দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটাই বাস্তব।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য