স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ মার্চ : অশান্তির মেঘ কাটছে না মণিপুর থেকে। লাগাতার হিংসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শনিবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কাংপোকপি জেলা। কুকিদের রাস্তা অবরোধ তুলতে লাঠি চালাল সেনা। পালটা সেনার সঙ্গে হাতাহাতি শুরু হল কুকিদের। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা।
সম্প্রতি মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন অজয় ভাল্লা। রাজ্যকে সচল করতে গত ২ মার্চ রাজ্যপাল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় ৮ মার্চ থেকে মণিপুরের যান চলাচল সচল করার। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সেই নির্দেশ মেনে সেনার নিরাপত্তায় শুরু হয় বাস পরিষেবা। অন্যদিকে, পালটা পথ অবরোধে নামে কুকিরা। তাঁদের তরফে জানানো হয়, যতক্ষণ না তাঁদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে ততক্ষণ কোনও বাস চলবে না।
এই পরিস্থিতিতে সেনার নিরাপত্তায় কাংপোকপি জেলায় বাস পরিষেবা চালু হলে রাস্তায় পাথর ফেলে পথ অবরোধ শুরু করে কুকি সম্প্রদায়ের মহিলারা। তাদের সরাতে লাঠিচার্জ শুরু করে নিরাপত্তাবাহিনী। পালটা হাতাহাতি শুরু হয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে পরিস্থিতি। নিরাপত্তাবাহিনীর লাঠির আঘাতে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।