Saturday, March 22, 2025
বাড়িজাতীয়‘২৬ নির্বাচনের আগে বাঙালি আবেগে শান বিজেপির?

‘২৬ নির্বাচনের আগে বাঙালি আবেগে শান বিজেপির?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ মার্চ : আরও একবার নামবদলের রাজনীতি বিজেপির? সেরকমই ইঙ্গিত দিলেন পদ্মশিবিরের এক সাংসদ। দিল্লির তুঘলক লেনের নাম বদলে স্বামী বিবেকানন্দ মার্গ করে দিলেন তিনি। তারপর থেকেই প্রশ্ন, এবার কি মুঘল ইতিহাস মোছার তালিকায় জুড়বে তুঘলক লেনের নামও? উল্লেখ্য, ২৬ বছর পর দিল্লিতে সরকার গঠন করেই মুস্তাফাবাদ এবং নজফগড়ের নাম বদলের কথা ঘোষণা করেছে বিজেপি। যদিও অনেকের মতে, এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন।

নামবদলের ঘটনাটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। রাজ্যসভা সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার নতুন বাসভবনে গৃহপ্রবেশ ছিল। পুজো এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে গৃহপ্রবেশ সম্পন্ন হয়। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নয়াদিল্লিতে আমার নতুন বাসস্থান স্বামী বিবেকানন্দ মার্গ (তুঘলক লেন)।’ সাংসদের বাড়ির নেমপ্লেটেও রাস্তার নাম হিসাবে জ্বলজ্বল করছে ‘স্বামী বিবেকানন্দ মার্গ’।

কেবল দীনেশের বাড়ি নয়, তাঁর প্রতিবেশী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৃষন পাল গুজ্জরের বাড়ির নেমপ্লেটেও বদলে গিয়েছে তুঘলক লেনের নাম। ওই রাস্তায় অবস্থিত ১০ নম্বর বাংলোর নেমপ্লেটেও লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ মার্গ। যদিও সরকারিভাবে এই রাস্তার নাম বদলের কোনও নির্দেশ এখনও দেওয়া হয়নি। তাহলে কী করে গেরুয়া শিবিরের একাধিক জনপ্রতিনিধি এইভাবে রাস্তার নাম পালটে ফেললেন? উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, ২০১৫ সালে দিল্লির তুঘলক রোডের নাম পরিবর্তন করে আবদুল কালাম রোড নামকরণ করা হয়। দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ। কিন্তু তুঘলক লেনের নাম বদল করা হয়নি। আচমকা নেমপ্লেটে রাস্তার নতুন নাম দেখে বিরোধীদের আশঙ্কা, ইতিহাস মুছতে আবারও কি সক্রিয় হচ্ছে গেরুয়া শিবির? উল্লেখ্য, ২০১৫ সালে দিল্লির তুঘলক রোডের নাম পরিবর্তন করে আবদুল কালাম রোড নামকরণ করা হয়। দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ। কিন্তু তুঘলক লেনের নাম বদল করা হয়নি।

আচমকা নেমপ্লেটে রাস্তার নতুন নাম দেখে বিরোধীদের আশঙ্কা, ইতিহাস মুছতে আবারও কি সক্রিয় হচ্ছে গেরুয়া শিবির? প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফ জানিয়েছিলেন, তিনি চান উত্তরপ্রদেশ থেকে মুসলিম শাসনের ইতিহাস মুছে ফেলতে। এবার কি দিল্লি থেকেও মুছে যাবে মুঘল ইতিহাসের সব চিহ্ন? যদিও অনেকের মতে, আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখে বাঙালি আবেগ উসকে দিতেই বিবেকানন্দের নামে দিল্লির রাস্তার নামকরণ করতে পারে বিজেপি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য