স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ মার্চ : ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে আবার মাওবাদীদের হানা। এ বার তাদের নিশানায় আকরিক লোহার খনি। শুক্রবার সকালে ওই নাশকতার ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক জন।
পুলিশ জানিয়েছে, রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ছোটেডোঙ্গার থানা এলাকার পাহাড়-জঙ্গলঘেরা আমদাই ঘাটি লৌহখনিতে শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। একটি বেসরকারি সংস্থার মালিকানাধীন ওই খনিতে মাওবাদীদের পেতে রাখা আইইডি (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস)-র সংস্পর্শে আসার ফলেই ওই বিস্ফোরণ বলে পুলিশের দাবি।
আহত শ্রমিক দিলীপকুমার বাঘেল এবং হরেন্দ্র নাগকে ছোটে ডোঙ্গারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে জেলা হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসা চলাকালীন দিলীপের মৃত্যু হয়। গত ৩ জানুয়ারি থেকে ছত্তীসগঢ়ে মাওবাদীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হয়েছে। নরায়ণপুর, দন্তেওয়াড়া, বিজাপুর, জগদলপুর, কোন্ডাগাঁও-সহ মাওবাদী প্রভাবিত বেশ কয়েকটি জেলায় সেই অভিযান জারি রয়েছে।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, গত এক থেকে দেড় বছরে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য এসেছে। এই সময়ের মধ্যে ৩০০-র বেশি মাওবাদী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। প্রায় এক হাজার মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। আত্মসমর্পণ করেছেন ৮০০-রও বেশি মাওবাদী। ঘটনাচক্রে, শুক্রবারই নারায়ণপুরে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র ১১ জন সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁদের মাথায় মোট দাম ছিল ৪০ লক্ষ টাকা।