Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদ৫৬ বাংলাদেশি মৎস্যজীবীকে ধরে নিয়ে গেল মায়ানমার নৌসেনা

৫৬ বাংলাদেশি মৎস্যজীবীকে ধরে নিয়ে গেল মায়ানমার নৌসেনা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ মার্চ : বঙ্গোপসাগর থেকে মায়ানমার নৌবাহিনীর জালে ৫৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। ছ’টি মাছ ধরার ট্রলার-সহ তাঁদের আটক করার কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মায়ানমার নৌবাহিনী। মধ্যরাতে ছেড়ে দেওয়ার পর বৃহস্পতিবার ভোরে ওই মৎস্যজীবীরা টেকনাফে পৌঁছান। তবে ছেড়ে দিলেও তাঁদের জাল ও সমুদ্র থেকে ধরা মাছ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।

টেকনাফের উপজেলা নির্বাহী আধিকারীক (ইউএনও) শেখ এহসানউদ্দিন বলেন, বুধবার বিকেলে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করলে মায়ানমার নৌবাহিনী ৫৬ মৎস্যজীবীকে ছয়টি মাছ ধরার ট্রলার-সহ আটক করে। জাল ও মাছ প্রসঙ্গে তিনি বলেন, ”মৎস্যজীবীদের অভিযোগ, মায়ানমার নৌবাহিনী তাঁদের মাছ ও জাল রেখে দিয়েছে।” টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, ”বুধবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের ১০ থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের ট্রলার নিয়ে যায় মায়ানমারের নৌবাহিনী।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য