Sunday, March 16, 2025
বাড়িজাতীয়হরিয়ানায় রহস্যমৃত্যু বছর বাইশের কংগ্রেস নেত্রীর।

হরিয়ানায় রহস্যমৃত্যু বছর বাইশের কংগ্রেস নেত্রীর।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০২ মার্চ : বাবা আত্মঘাতী হয়েছিলেন। আগে খুন হয়েছেন দাদা। এবার হরিয়ানায় রহস্যমৃত্যু বছর বাইশের কংগ্রেস নেত্রীর। শুক্রবার রোহতকের একটি বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। কংগ্রেসের দাবি, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে দলীয় কর্মীকে।

শুক্রবার রোহতকের বাসস্ট্যান্ডের ধারে নীল সুটকেসটি দেখা যায়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তরুণীর দেহ উদ্ধার করে। তরুণীর হাতে ছিল মেহেন্দি, গলায় স্কার্ফ। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তরুণীকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। তারপর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের উদ্দেশে দেহটি সুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে দিচ্ছে পুলিশ।

রোহতকের কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ বাত্রার দাবি, ওই তরুণীর নাম হিমানি নারওয়াল, যিনি কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। হিমানি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও অংশ নিয়েছিলেন তিনি। এ হেন কংগ্রেস নেত্রীর মৃত্যুতে রোহতক শহরজুড়ে রীতিমতো থমথমে পরিবেশ। বিধায়কের দাবি, “বিজেপির শাসনকালে হরিয়ানায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। অপরাধীরা পুলিশকে ভয় পাচ্ছে না।”
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে এর আগে হিমানি নারওয়াল নামের তরুণীর বাবা আত্মঘাতী হয়েছিলেন। তাঁর দাদাকে কয়েক বছর আগে খুন করা হয়। ফলে হিমানির খুনের নেপথ্যে কোনও পারিবারিক শত্রুর হাত আছে নাকি রাজনৈতিক কারণে খুন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য