মুম্বই, ২৪ এপ্রিল (হি. স.) : রবিবার লতা মঙ্গেশকর (লতা দীননাথ মঙ্গেশকর) সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর হাতে এই সম্মান তুলে দেন আশা মঙ্গেশকর। এদিনের অনুষ্ঠানে লতার পরিবারের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পীর স্মরণেই এই পুরস্কার। চলতি বছরেই ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উষা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মহারাষ্ট্র্রের রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারি, মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীশ এবং অন্যান্য আরও অনেকে । অনুষ্ঠানে যোগ দিতে এদিন জম্মু-কাশ্মীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি চলে যান মুম্বই। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য মন্ত্রিসভার শীর্ষস্থানীয় মন্ত্রী সুভাষ দেশাই। ছিলেন আদিত্য ঠাকরে।এদিন পুরস্কার-বিতরণীর মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, লতা দিদি আমার বড় দিদির মতো ছিলেন। উনি ছিলেন মা সরস্বতীর রূপ। সঙ্গীত দেশভক্তির শিক্ষা দেয়। আর ওঁর গলায় অ্যায় মেরে বতন কী লোগো- গান দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
লতা মঙ্গেশকরের জীবনাবসানের পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের তরফ থেকে তৈরি করা হয় বিশেষ কমিটি। কমিটি গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ব্যক্তি, যাকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হল। প্রসঙ্গত, রবিবার ২৪ এপ্রিল দীননাথ মঙ্গেশকরের প্রয়াণ বার্ষিকী। তাঁর ৮০ তম মৃত্যু বার্ষিকীতে প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি প্রবীণ অভিনেত্রী আশা পারেখ এবং জ্যাকি শ্রফ পেয়েছে মাস্টার দীননাথ সম্মান। রাহুল দেশপাণ্ডে পেয়েছেন মাস্টার দীননাথ পুরষ্কার। ভারতীয় সঙ্গীত এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আশা পারেখে, জ্যাকি শ্রফকে এই সম্মান দেওয়া হয়েছে বলে কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে। উল্লেখ্য, মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্টের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর কোনও নির্দিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হবে। যিনি “আমাদের দেশ, দেশবাসী ও সমাজের প্রতি ছকভাঙা ও দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন।”